ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে, জাবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদাবাজির অভিযোগে, জাবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

ছাত্রদল নেতা গোলাম রাব্বানী অর্ণব

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদাবাজির অভিযোগের পর এবার তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক মো: জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা গোলাম রাব্বানী অর্ণব বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।’

প্রসঙ্গত, গত ০৯ ফেব্রুয়ারি শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠে। ভর্তি পরীক্ষা চলাকালে অর্ণব সহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানদারদের কাছে যান। এসময় তারা দোকানদারদের কাছে প্রতিদিন এক হাজার বা দেড় হাজার টাকা করে দাবি করেন।
 

ওয়াজহাতুল/সাজিদ

×