ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

‘ভালবাসা দিবস’ নিয়ে ঢাকা কলেজের নামে ভুয়া বিজ্ঞপ্তি

আল জুবায়ের

প্রকাশিত: ২০:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

‘ভালবাসা দিবস’ নিয়ে ঢাকা কলেজের নামে ভুয়া বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি 'বিশ্ব ভালবাসা দিবস' উপলক্ষ্যে অতিরিক্ত ক্লাসের নাম দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তাদেরকে চিহ্নিত করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকা কলেজ প্রশাসন।

সম্প্রতি এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে হাসি-তামাশায় মেতে উঠতে দেখা গেছে নেটিজেনদের। 

হান্নান নামের এক শিক্ষার্থী লিখেছেন, যা আলহামদুলিল্লাহ হালাল ক্যাম্পাস আমাদের। কোনো মেয়ের স্পর্শে আমরা ঢাকা কলেজ থাকি না। মাঝে মধ্যে মনে হয় আমাদেরও প্রেম করা উচিত তবে ক্যাম্পাসে তো মেয়েই নাই।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম.ইলিয়াস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে যারা ১৪ ফেব্রুয়ারি অতিরিক্ত ক্লাসের নাম দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হবে তাদের চিহ্নিত করুন। ১৪ ফেব্রুয়ারি কোনো এক্সট্রা ক্লাস নেই। যদি কেউ বলে এক্সট্রা ক্লাস আছে তাহলে তার ফোন চেক করুন, আপনার সন্তান প্রেমে আসক্ত। কলেজ কর্তৃপক্ষ বিষয়টির ওপর গুরুত্ব দিতে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে। 

তবে, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি কলেজ প্রশাসন থেকে দেওয়া হয়নি জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ জানান, এটা ফেইক বিজ্ঞপ্তি, ঢাকা কলেজ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এর সাথে ঢাকা কলেজের কোনো সম্পর্ক নেই।

শিহাব

×