ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

থামছে না দুই কলেজের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১৯:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

থামছে না দুই কলেজের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত।

ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে ধাওয়া পাল্টা-ধাওয়া। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও সফল হতে পারছেন না। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এখনও চলমান।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে, সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে অবস্থান নিয়ে পাল্টা ইট নিক্ষেপ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে এসে দুই পক্ষের মধ্যে অবস্থান নেয় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রেখেছেন।

এছাড়া, দুটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নুসরাত

×