ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

জাবিতে ’ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ছাত্রীদের উপস্থিতি ৮৫ শতাংশ

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

জাবিতে ’ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ছাত্রীদের উপস্থিতি ৮৫ শতাংশ

ছবি : জনকণ্ঠ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫ টি শিফটে জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত 'ডি' ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ৪টা ১৫ মিনিটে ৫ম শিফটের পরীক্ষার মাধ্যমে শেষ হয়। এই ইউনিটে ছাত্রীদের উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ ছিলো বলে নিশ্চিত করেছেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

তিনি বলেন, 'ডি' ইউনিট জীববিজ্ঞান অনুষদ ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। আবেদন জমা পড়েছিল প্রায় ৩০ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর। শতকরা উপস্থিতির হার ৮৫ শতাংশ। অনুপস্থিত প্রায় ১৫ শতাংশ।

পরীক্ষার ফলাফলের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে 'ডি' ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে৷ এরপর উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফলাফল জানতে পারবে৷ 

এর আগে ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র ও মাইক্রোবায়োলজি ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আগামীকাল (১০ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে ৪ টি শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 

ওয়াজহাতুল ওয়াস্তি/মো. মহিউদ্দিন

×