![বিজয়নগরে ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত পিঠা উৎসব বিজয়নগরে ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত পিঠা উৎসব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/9-11-2502081817.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরামের উদ্যোগে তৃতীয় বারের মত পিঠা উৎসবের আয়োজন করা হয়।
৮ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের স্টলে সাজসজ্জার সাথে নানারকম পিঠা প্রদর্শন করেন।
উৎসবে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন , স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা, বুধন্তী মডেল স্কুল, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সহ বেশ কিছু স্টল অংশগ্রহণ করেন। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
'হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস' প্রতিপাদ্যে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম আসলাম এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহ্ আলম।
প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ডাঃ এ কে আজাদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক রায়হান শ্রাবণ, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির নেতা মোঃ আবুল কাশেম, সাবেক সহকারী শিক্ষা অফিসার মোঃ কুতব উল আলম, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এ বি এম মোরশেদ কামাল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপদেষ্টা মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত, বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল মিয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কামরুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবক উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন এবং অনুষ্ঠান উপভোগ করেন।
ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য, দেশাত্মবোধক গান, আবৃত্তি, অভিনয় প্রদর্শিত হয়।
পিঠা উৎসবে প্রথম হয়েছে বুধন্তী মডেল স্কুল, দ্বিতীয় বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, তৃতীয় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন। পরে অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে শুভেচ্ছা স্মারক সহ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন অনুষ্ঠান বার বার আয়োজনের দাবী করেন।
জাকির/সাজিদ