ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বাউফলে ৮ শিক্ষার্থীকে পুরস্কৃত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বাউফলে ৮ শিক্ষার্থীকে পুরস্কৃত

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ৮ শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় মহিলা কলেজের টিচার্স রুমে বাংলাদেশ হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মহিলা কলেজের সভাপতি মোজাহেদুল ইসলাম শাহিন এ পুরস্কার প্রদান করেন।

তারণ্য উৎসব, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম স্থান অধিকার করায় এই শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মার্জিয়া হোসাইন, খাদিজা বেগম, হাফজা আল দিবা, ফাতিমা জামান সামিয়া, জান্নাতুল মওয়া এবং নুসরাত জাহান সামিয়া।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোজাহেদুল ইসলাম শাহিন কলেজের সকল শিক্ষার্থীদের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান।

রেজা

×