![ঢাবির ৫টি ছাত্রী হলের ল্যাবে কম্পিউটার দিলেন উপদেষ্টা নাহিদ ঢাবির ৫টি ছাত্রী হলের ল্যাবে কম্পিউটার দিলেন উপদেষ্টা নাহিদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-2-2502070259.jpg)
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের কম্পিউটার ল্যাব সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কম্পিউটার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কম্পিউটার হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এসময় তিনি হল প্রভোস্টদের হাতে কম্পিউটারগুলো তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পলিসি এডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে মো. নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিক বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে। তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে সরকার ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে।
আশিক