ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাবির চার হল ও এক স্কুলের নামফলক ভাঙচুর 

রাবি সংবাদদাতা :

প্রকাশিত: ২৩:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

রাবির চার হল ও এক স্কুলের নামফলক ভাঙচুর 

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  শেখ হাসিনা হলসহ চারটি হল ও শেখ রাসেল মডেল স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রাত ৯টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের জ্বোহা চত্ত্বরে এসে শেষ হয়।

নামফলক ভাঙচুর করা অন্য দুটি হল হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও নির্মানাধীন হল এ এইচ এম কামারুজ্জামান হল।

কর্মসূচিতে 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', 'ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'আমার সোনার বাংলায়, ছাত্রলীগের ঠায় নাই'সহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টা বাজতেই বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হয়। পরে তারা হলটির নামফলক, উদ্ভোদনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সম্বলিত স্থাপনাগুলো রড, হাতুড়ি, কোদাল দিয়ে ভেঙে দেয়। এ সময় তারা হলটির নতুন নাম 'বিজয় ২৪' রাখেন। পরে রাত পৌনে ৯টার দিকে তারা নির্মানাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন তারা।  হলটির নতুন নাম দেয় 'শহীদ রায়হান হল' নাম দেয়। এভাবে পর্যায়ক্রমে শেখ ফজিলাতুন্নেছা হলের নাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও নির্মানাধীন শেখ হাসিনা হলের নাম ভাঙচুর করে ফাতেমা আল-ফিহরিয়া দেয়। এক পর্যায়ে তারা শেখ রাসেল মডেল স্কুলের নামফলক ভেঙে 'রিয়া গোপ মডেল স্কুল' নাম দেয়।

এ বিষয়ে কম্পিউটার সাইন্স প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, 'নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও তার চিহ্নের কোনো জায়গা দেওয়া হবে না। ফ্যাসিবাদের এ সকল চিহ্ন মুছে দিতে আজকে আমাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আমার ভাইদের রক্তে রঞ্জিত রাজপথ শুকানোর আগেই খুনি হাসিনা পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা খুনি হাসিনার সাংস্কৃতিক বিচরণ মুছে ফেলতেই এ কর্মসূচি পালন করলাম।
 

জাফরান

×