ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে কর্মকর্তা-কর্মচারীরা এই কোটা বহাল রাখার দাবিতে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে, অন্যদিকে শিক্ষার্থীরা এর সম্পূর্ণ বাতিলের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বটতলা এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। আন্দোলনকারীরা 'কোটা না মেধা', 'হলে হলে খবর দে, পোষ্য কোটা কবরে দে' স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে।  

শিক্ষার্থীদের অভিযোগ, পোষ্য কোটা যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য তৈরি করছে। তারা দাবি করছে, এটি বাতিল না করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও মেধাভিত্তিক প্রতিযোগিতা বাধাগ্রস্ত হবে।  

অন্যদিকে, পোষ্য কোটার পক্ষে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোষ্য ভর্তি সংক্রান্ত সকল শর্ত বাতিল করে আগের নিয়ম বহাল রাখার দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। জরুরি সেবা আপাতত অব্যাহত রাখা হলেও প্রয়োজনে তা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানানো হয়।  

বিক্ষোভ চলাকালে কয়েকজন শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বা তাদের সাথে সংলাপে বসেনি।  

অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে একটি সংস্কার কমিটি গঠন করেছে। এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে পোষ্য কোটার বিষয়ে যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

আশিক

সম্পর্কিত বিষয়:

×