ছবি: সংগৃহীত
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সরকারের আশ্বাসের পর তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান, যুগ্ম সচিব আব্দুর রহমান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে ১৫ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। আড়াই ঘণ্টার এই বৈঠকের পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।
যেসব বিষয়ে সমঝোতা হয়েছে:
- কলেজে ১৫ জন পিএইচডি ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
- শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
- কলেজ সংলগ্ন সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ৫ বিঘা জমি পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে।
- ছাত্রাবাসের জন্য নির্মিত ৭টি ভবন পুননির্মাণ ও সংস্কার করা হবে।
- গবেষণা লাইব্রেরি ও অডিটরিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
- শিক্ষক সংকট নিরসনে ১৫২ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা বিষয়ে কলেজ, মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসঙ্গে সিদ্ধান্ত নেবে।
তবে, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আপাতত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজটিকে অধিভুক্তি থেকে ছেড়ে দিলেও পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এর একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হবে। তিতুমীর এখনও সাত কলেজের মধ্যে রয়েছে এবং সরকার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবির সঙ্গে একমত নয়। তবে শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি পূরণ করা হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করে। তবে সরকারের আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেছে।
তাবিব