ছবি: সংগৃহীত
জীবনে যদি আপনি সাকসেস চান, উন্নতি চান ,মানুষের মনে ভালোবাসা জায়গা স্থাপন করতে চান, আপনাকে একটা জিনিস করতেই হবে যার কোন বিকল্প নেই ,সেটাও তো সম্মান । আপনাকে মানুষকে সম্মান করা শিখতেই হবে ।পারিবারিকভাবে যদি সম্মান করা শেখানো নাই হয় ,আপনি নিজ চেষ্টায় এটা শিখে নিবেন, দেখবেন এই জিনিসটাই আপনাকে বাউন্ডারির বাইরে ছক্কা মারতে সাহায্য করবে।
আমরা অনেক সময় বলি না? উচিত কথা বলে আসছি, অনেক কথা শুনে আসছি আপনি কি এমন মানুষকে কিছু বলা যাবে না উনি আমাকে এত বড় কথা বলার সাহস পায় কি করে উনি কে? উনাকে কেন এত সম্মান দিয়ে চলতে হবে মানে? এই ধরনের অ্যাটিটিউড আমরা মাঝেমধ্যে দেখাই আমরা অনেক সময় মনে করি আমরা তোদের সম্মান দিলে, তারা আমাদের দুর্বল মনে করে ।
কিন্তু আপনাকে এটা বললে চলবে না সে আপনাকে কি ভাবলো না ভাবল কারণ এটা তার প্রবলেম আপনার না। একটা অফিসিয়াল ইনভারমেন্ট যখন কাজ করবেন ,যখন দেখবেন যে মানুষটা বিনয় দেখায় ভদ্রতা দেখায় আদর দেখায় সেই মানুষটাই জনপ্রিয় হয়। তখন মানুষ তাকে নিয়ে কথা বলে আসলে ভালো কথার একটা ভার আছে একটা ভারতি আছে ঠিক তেমনি খারাপ কথারও একটা খারাপ ভাব আছে ।এক কথা হয়তো দ্রুত রেজাল্ট কিন্তু স্থায়ী কোন সমাধান নেই।
মানুষকে সম্মান করাটা স্কিল বলা যায় আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পারিবারিক সকল জায়গায় সম্মানের একটা অধ্যায় আছে একটা বিনয় মানুষ ভদ্র মানুষ সবচেয়ে বড় যে সম্মান করে যাদের কথা বলার ধরনটা বেয়াদবের মত হয় না ।তারা মানুষগুলো যত স্মার্ট মানুষ তাদের থেকে দশ ভাগ এগিয়ে থাকে। না খারাপ আচরণ বেয়াদবি মুখের উপর বলে দেওয়া একটা রেজাল্ট দিবে।
অপর পক্ষের মানুষটা আপনাকে কিছু বলল না, আপনাকে কিছুক্ষণের জন্য সমিহ করলো ,আপনার এই আচরণের জন্য আপনি আশেপাশে থেকে একটু উৎসাহ পেলেন, কিন্তু হা সব সময় মুখের উপর উত্তর দেওয়াটাই উত্তম কাজ না। যারা সামনাসামনি আপনাকে বাহবা দেয় ঠিক তারাই আপনার এই আচরণ নিয়ে আলোচনা করেন। একটা মানুষ অসভ্য হতে বেশি কিছু প্রয়োজন হয় না।
আমরা কেউ কিছু বললে সাথে সাথেই রিএকশনটা দিয়ে ফেলি কিছু চিন্তা ভাবনা না করে কিন্তু এটা সমস্যা না নিজের মানসিকতা কন্ট্রোল করা, রাগ কন্ট্রোল করা ,ওই জিনিসটাই হচ্ছে শিক্ষার ব্যাপার ,চর্চার ব্যাপার, ওই জিনিসটা শিখতে পারলেই দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে । অনেক বন্ধু হবে জীবনের ভালো সম্পর্কের স্টাবলিশ করতে পারবেন ।
সবকিছু করবে ঠিক দেখতে পাবেন। অভদ্র হতে শিক্ষার প্রয়োজন হতে হয় না ,শিক্ষার প্রয়োজন হতে হয় শিক্ষার অভাব যদি আমাদের মধ্যে থেকে থাকে শিক্ষা অর্জন করতে হবে ।কারণ সভ্য মানুষের এই সমাজে ভীষণ প্রয়োজন।
সূত্র: সাজিয়া তন্মি
সাজিদ