ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মরিচ গাছে রোগবালাই হলে করণীয় কি?

প্রকাশিত: ০৪:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মরিচ গাছে রোগবালাই হলে করণীয় কি?

ছবি: সংগৃহীত

আমরা সকলে চাদ বাগান করে থাকি, অনেকের ছাদে কিছু  মরিচ গাছ রোপন করে থাকে। কিছু সমস্যার কারণে সেই মরিচ গাছে মরিচ ধারেণা, মাঝে মাঝে মরে যায়, সে ক্ষেত্রে মরিচের তিন রকমের পাতা কোকড়ানো রোগ দেখা যায়।

সে ক্ষেত্রে আপনারা চাইলে নিজেরাই কিছু ট্রিটমেন্ট করে নিতে পারেন, সে ক্ষেত্রে গাছে মরিচ ধরবে। যদি মরিচের কথা উপরের দিকে কোকড়ানো হয় ট্রিপস নামের একটি পোকা আক্রমণ হয়, সে ক্ষেত্রে আপনারা যেকোনো ফিফটি ফাইভ এসিএট কীটনাশক স্প্রে করে দিতে পারেন ।এর মাধ্যমে পোকা গুলা মেরে ফেলতে পারেন ।আর যদি পাতা নিচের দিকে কোকড়ানো থাকে তাহলে তো মাকড়সার আক্রমণে হয়ে থাকে সে ক্ষেত্রে আপনারা ইবামেক্টিন কীটনাশক ব্যবহার করতে পারেন ।

যদি পাতার উপরে ছোব  ছোব থেকে থাকে তাহলে ধরে নিতে হবে এটি ব্যাকটেরিয়া আক্রমণ।  সে ক্ষেত্রে আপনারা ইভি দ্য গ্লোরিব ঔষধ ব্যবহার করতে পারেন এই ৩ টা সমস্যা যদি সঠিকভাবে দূর করতে পারেন তা হলে গাছে ভালোভাবে  মরিচ ধরবে।

 

সূত্র: মো: আজহারুল ইসলাম খান

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×