ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

টক্সিক মানুষদের চেনার উপায়

প্রকাশিত: ০২:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

টক্সিক মানুষদের চেনার উপায়

ছবি: সংগৃহীত

টক্সিক মানুষকে আইডেন্টিফাই করার কিছু পয়েন্ট আছে। যেমন:

১।এরা কন্সেন্ট নেগেটিভিটি ছাড়ায় যখন এদের আশেপাশে যাবে, তখনই তারা মানুষকে মানুষকে ছোট করবে খুদ খুঁজে বের করবে অপমান করবে মানুষকে খোঁচা মেরে কথা বলবে। এদের সামনে গেলে এরা সব সময় এমন কাজ করে থাকে।

২।এরা ভিশন ভালো মেনোপুলেটড যে কোনো পরিবেশে তারা যখন যুক্তিতে পারে না তখন তারা ইমোশন কে টেনে আনে,বিভিন্ন ধরনের ড্রামা তৈরি করে এবং এসব করে এস সিচুয়েশনের সুবিধা নেওয়ার চেষ্টা করে।

৩। এরা কখনও কোনো দোষ নিজের কাধে নিবে না যখনই কোন সমস্যা দেখবে বা কোন বিপদ পরবে বা কোন দায়িত্ব নেওয়ার তখনই তারা পিছপা নিবে এবং তখন অন্য মানুষের উপরে সব দোষ চাপিয়ে দিবে।

৪। পার্সোনাল স্পেস বলতে কোন শব্দ এদের ডিকশনারিতে নেই। আপনি যে বিষয়ে বিরক্ত সে আপনার সামনে ওই বিষয়ে তুলে ধরবে, অই বিষয় নিয়ে কথা বলবে, আপনার পার্সোনাল বিষয়ে কথা বলতে পারবেন না, পারিবারিক কথার মাঝে ঢুকে পড়ে ।

আছে নাকি আপনার চারপাশে এমন মানুষ, থাকলে এদের এড়িয়ে চলুন।

সূত্র: সাজিয়া তন্মি

সাজিদ

×