ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটিতে দেখা যায়, এক পরীক্ষার্থী কালো রঙের হুডি পরে পরীক্ষা দিচ্ছেন, যেখানে বুকের অংশে ও বাম হাতে নাৎসি প্রতীক স্বস্তিকা চিহ্ন রয়েছে।
গত শনিবার (৩১ জানুয়ারি) চুয়েটের ভর্তি পরীক্ষার সময় ছবিটি তোলা হয়, যা পরবর্তীতে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ছবিটি রেডিটে পোস্ট করা হলে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি নিয়ে হতবাক হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীটি কেন এমন পোশাক পরিধান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে 'ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর নাৎসি প্রতীক সংবলিত পোশাক' শিরোনামে পোস্ট করা হলে, ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'আমি অবাক হচ্ছি, কেউ এমন চিহ্ন সম্বলিত পোশাক পরিধান করতে পারে, যা ইতিহাসের এক কালো অধ্যায়ের প্রতীক।'
আরেকজন মন্তব্য করেন, 'সম্ভবত শিক্ষার্থীটি বুঝতে পারেনি এই প্রতীকটি পশ্চিমা বিশ্বে কেমন প্রতিক্রিয়া তৈরি করতে পারে।' কেউ কেউ ধারণা করছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে স্বস্তিকা প্রতীকের একাধিক অর্থ থাকতে পারে, যা পশ্চিমা দৃষ্টিভঙ্গির চেয়ে ভিন্ন।
জানা গেছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশে কিছু অনলাইন প্ল্যাটফর্মে স্বস্তিকা চিহ্নিত পোশাক ও সামগ্রী বিক্রি করা হয়। তবে এর রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য না বুঝে অনেকেই এগুলো ব্যবহার করেন।
তাবিব