ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা

প্রকাশিত: ২৩:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কলেজ ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এছাড়া, তারা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি অব্যাহত থাকবে। একইসঙ্গে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজ সম্পূর্ণরূপে শাটডাউন থাকবে।

শাটডাউনের আওতায় ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা স্পষ্টভাবে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজে কেউ প্রবেশ করতে পারবেন না।

এম.কে.

×