ছবি: সভাপতি ও সাধারণ সম্পাদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন ‘আংশিক’ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও দর্শন বিভাগ ছাত্রসংসদের ভিপি রাসেল আকন্দ।
রবিবার (২ ফেব্রুয়ারি) জেলা সমিতির উপদেষ্টাদের অনুমোদনক্রমে পরবর্তী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এর আগে, গত ১৬ জানুয়ারি সাবেক শীর্ষ নেতৃত্বের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠিত হয়, যা নতুন কমিটি গঠনের সুপারিশ করে।
সার্চ কমিটির সদস্যগণ যথাক্রমে, ৪২ ব্যাচের ইউসুফ জামিল, ৪৩ ব্যাচের রিফাত আকন্দ অন্তর, ৪৫ ব্যাচের রাজু আহমেদ ও এনামুল হাসান এবং ৪৬ ব্যাচের আদনান আসিফ হায়দার।
উপদেষ্টা পরিষদের পর্যালোচনার পর সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে আগামী এক (০১) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি পদে প্রণব সরকার হরি (৪৮ ব্যাচ), সাদিয়া নওরীন সুস্মি (৪৭ ব্যাচ) এবং সাদিয়া আফরীন তিশা (৪৮ ব্যাচ)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সানজিদা লুবনা (৪৮ ব্যাচ), শফিকুল ইসলাম সানি (৪৮ ব্যাচ), সানজিদা মীম (৪৮ ব্যাচ) এবং তাসনিমা তাহসিন (৪৮ ব্যাচ)। কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন ৪৮ ব্যাচের সারাজাম মারজান মুগ্ধ।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সানিয়ান আহমেদ (৪৯ ব্যাচ), দপ্তর সম্পাদক জিদান আহমেদ (৪৯ ব্যাচ) এবং প্রচার সম্পাদক আসিফ মাহমুদ (৪৯ ব্যাচ)।
নতুন কমিটি ঘোষণার বিষয়ে উপদেষ্টা পরিষদ সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল ইসলাম (রানা) বলেন, “আমরা আশা করি নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং ময়মনসিংহ হতে পড়তে আসা সকল জাবিয়ানের কল্যাণে কাজ করবে।”
সার্চ কমিটির অন্যতম সদস্য ও সংগঠনের উপদেষ্টা রিফাত আকন্দ অন্তর বলেন, “রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মানে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের সংগঠনকেও উপযুক্ত নেতৃত্বের আদলে ঢেলে সাজানোর গুরুদায়িত্ব আমরা পালন করেছি। নতুন কমিটি কার্যকর ও সক্রিয় রাখতে সবসময় পাশে থাকবো।”
নবনির্বাচিত সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সমিতিকে একটি কার্যকর ও বিতর্কমুক্ত প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপনা করাই হবে মেয়াদকালীন সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নতুন কমিটির সাধারণ সম্পাদক রাসেল আকন্দ জানান, “সমিতির সকল সদস্য নিজ পরিবার তূল্য। তাদের মৌলিক সমস্যাগুলো সমাধানে নতুন কমিটি কাজ করবে।”
প্রসঙ্গত, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ জেলা সংগঠন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় যাবত শিক্ষার্থীদের সাহায্যার্থে সমিতির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে
এম.কে