ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

এবার বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

এবার বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীরা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তাদের আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আজ, ২ ফেব্রুয়ারি রবিবার, তাদের আন্দোলন পঞ্চম দিনে পৌঁছেছে। শিক্ষার্থীরা আবার বাঁশ দিয়ে কলেজের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করেছেন। দুপুর ১২টার দিকে তারা এই রাস্তা অবরোধ করেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তা বন্ধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

রাস্তা বন্ধ করার পর যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের কথাবার্তা হয়। যাত্রীরা তাদের রাস্তা খুলে দিতে অনুরোধ করলে শিক্ষার্থীরা বলেন, "যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ আমরা রাস্তা ছাড়ব না।"

শিক্ষার্থীদের দাবি, তারা ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভও করেন। এর আগে, ২৯ জানুয়ারি বিকেল থেকে তারা 'তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন' কর্মসূচি শুরু করেন এবং সেসময় ৭ দফা দাবি তোলেন।

এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব দাবি কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

নুসরাত

×