ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:০২, ২ ফেব্রুয়ারি ২০২৫

পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন অব্যাহত রেখেছেন। আজ পঞ্চম দিনে পৌঁছেছে তাদের এই আন্দোলন। অনশনে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও, তারা নিজেদের দাবি আদায়ে একেবারে অনড় অবস্থান ধারণ করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে অংশ নিয়েছেন। এই সময়ে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, তাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। তারা জানাচ্ছেন, যেকোনো মূল্যে এই দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হতে হবে।

শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে:

১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং এর একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করতে হবে।

৩. সমস্ত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অথবা তাঁদের আবাসিক খরচ সরকারকে বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানের দুটি বিষয়, ‘আইন’ এবং ‘জার্নালিজম’, শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য পিএইচডিধারী যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগত মান উন্নত করার লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠার জন্য যথাযথ জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতেও তারা রাজধানীর গুলশান এলাকার সড়ক অবরোধ করেন, যার ফলে সাধারণ জনগণের চলাচলে বড় ধরনের অসুবিধা সৃষ্টি হয়।

এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের কাছে একটাই দাবি তুলে ধরছেন—তাদের এই অনশন এবং আন্দোলন যতদিন না তাদের দাবি পূর্ণ হবে, ততদিন তারা অনড় অবস্থানে থাকবেন।

নুসরাত

×