জাকসুর তফসিল ঘোষণার দিন পেছানোর দাবিতে ছাত্রদলের বিক্ষোভ; প্রতিবাদে পাল্টা কর্মসূচি শিক্ষার্থীদের
পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। তবে এদিন জাকসুর গঠনতন্ত্র সংস্কার, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
এই ঘটনার পর শিক্ষার্থীদের একটি অংশ পাল্টা কর্মসূচি হিসেবে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা জাকসুর সংস্কারের রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তবে শাখা ছাত্রদলের আহ্বায়কের বক্তব্যের পর নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে এক পর্যায়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, "জাকসুর গঠনতন্ত্র সংস্কার এবং ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই দাবির আপডেট জানতে আজকের এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। আমাদের দাবিগুলো না মানলে আমরা পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবো।"
ছাত্রদলের কর্মসূচির পর জাকসুর তফসিল ঘোষণার দাবিতে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। 'জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর' ব্যানারে সন্ধ্যা সাতটার দিকে বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে ৪৮তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওঁলি বলেন, "৫ আগস্টের পর আমরা চাই না আবার ছাত্রলীগের মতো কেউ ক্যাম্পাসে প্রভাব বিস্তার করুক বা ত্রাসের রাজনীতি চালাক। কারা জাকসু বানচাল করতে চায়, তা আমরা জানি। প্রশাসনের সাহস কীভাবে হয় অছাত্রদের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করতে দেওয়ার? ভিসি আমাদের ভয় দেখান, জাকসু নির্বাচন দিতে গিয়ে লাশ পড়লে কী হবে? আমরা স্পষ্টভাবে বলছি, আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে।"
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, "বিকেলে তফসিল ঘোষণার কথা থাকলেও এখনো তা করা হয়নি। অছাত্ররা প্রশাসনের সঙ্গে মিটিং করছে। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করতে চাই—অছাত্রদের কোনো অবস্থান এই ক্যাম্পাসে হবে না। আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে।"
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির স্থলে এসে দ্রুততম সময়ের মধ্যে জাকসুর তফসিল ঘোষণা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখনো তাদের অবস্থানে অনড় রয়েছেন।
সায়মা ইসলাম