ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

রাবির স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু আজ

প্রকাশিত: ১৩:৩৯, ২৭ জানুয়ারি ২০২৫

রাবির স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, চূড়ান্ত আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে পরিচালিত হবে: ১১-১৫ ফেব্রুয়ারি, ১৮-২০ ফেব্রুয়ারি এবং ২৩-২৪ ফেব্রুয়ারি।

পূর্বনির্ধারিত ইউনিটের ভর্তি পরীক্ষা নিম্নরূপে অনুষ্ঠিত হবে: ১২ এপ্রিল বি ইউনিট, ১৯ এপ্রিল এ ইউনিট এবং ২৬ এপ্রিল সি ইউনিট।

পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক পর্যায়ের আবেদন ফি পরিষেবা চার্জসহ ২২ টাকা করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিক আবেদন প্রক্রিয়া, যা ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর তা স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয় অবশেষে এই বছর ভর্তির জন্য পোষ্য কোটা বাতিল করার সিদ্ধান্ত নেয়। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়সূচি সংশোধন করে।

 

এসআরএস

×