ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

আমরা একসঙ্গে কোটা আন্দোলন করেছি, আজ কেন মুখোমুখি?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:৩০, ২৭ জানুয়ারি ২০২৫

আমরা একসঙ্গে কোটা আন্দোলন করেছি, আজ কেন মুখোমুখি?

ইডেন কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা ছেড়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-ইডেন শিক্ষার্থীদের ভাইবোন সম্পর্ক। তারা কেন লাঠি হাতে তাদের বোনদের ক্যাম্পাসের সামনে এসেছে? কারা পেছন থেকে তাদের উসকানি দিচ্ছে? আমরা তো কিছুদিন আগেও একসঙ্গে কোটা আন্দোলন করেছি৷

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ইডেন মহিলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের সময় তারা এসব কথা বলেন।

ইডেন মহিলা কলেজের শামসুন্নাহার নামক এক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগেও আমরা একসঙ্গে কোটা আন্দোলন করেছি। তারাও আমাদের ভাই। কিন্তু তারা কেন লাঠি হাতে আমাদের মারতে এসেছে? তারা আমাদের কেমন ভাই? 

তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা তো একটা যৌক্তিক আন্দোলন করছিল। ঢাবির শিক্ষার্থীদের তো উচিত ছিল আমাদের পাশে থাকা। কিন্তু তারা উল্টো আমাদের ভাইদের ওপর হামলা করেছে। হামলার পেছনে নিশ্চয়ই তৃতীয় পক্ষের কারও ইন্ধন আছে। প্রশাসনকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।

নওরীন আক্তার নামক আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সন্ত্রাসী তৈরি হয়? আমরা তো এখানে খালি হাতে এসেছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তারা কেন ইডেন ক্যাম্পাসের সামনে লাঠি দিয়ে এসেছে? তারা কাদের মারতে চায়? আমরা তো তাদের ভাই মনে করি। তারা কি সন্ত্রাসী?

শহীদ

×