ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উল্টো শিক্ষার্থীদের কাছ থেকে "ভুয়া ভুয়া" স্লোগান শুনতে হয় তাকে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে হাজির হন হাসনাত। প্রথমে তিনি ঢাবি শিক্ষার্থীদের শান্ত রাখতে কথা বলেন এবং এরপর ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে তাদের দিকে এগিয়ে যান। তবে তিনি তাদের নাগালে পৌঁছানোর আগেই ফিরে আসতে বাধ্য হন।
ফিরে আসার সময়, ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা তাকে ঘিরে "ভুয়া ভুয়া" স্লোগান দিতে থাকে।
এদিকে, সংঘর্ষ এড়াতে প্রচেষ্টারত অবস্থায় পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ধোঁয়ায় কিছুটা আহত হতে দেখা যায় হাসনাতকে। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
এম.কে.