ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ঢাবি ও ৭ কলেজের সংঘর্ষে উত্তেজনা: সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় রি‌পোর্টার

প্রকাশিত: ০২:০৮, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:১৩, ২৭ জানুয়ারি ২০২৫

ঢাবি ও ৭ কলেজের সংঘর্ষে উত্তেজনা: সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ঢাবি প্রশাসন।

রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, "চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে আগামীকাল ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আমরা আশা করি, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।"

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

মো. মহিউদ্দিন

×