ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশ্ব‌বিদ‌্যালয় রি‌পোর্টার

প্রকাশিত: ০১:০৮, ২৭ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ গেটে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দুই পক্ষকেই সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে এবং ঢাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান।

রোববার রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে যাওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণায় ঢাবি শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নেয়। 

জানা গেছে, ৫ দাবিতে আজ (রোববার) ঢাবির প্রো-ভিসির কার্যালয়ে যায় সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন তিনি। এরপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা। এ ঘটনায় প্রো ভিসিকে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে রাত ১১ টার দিকে প্রো-ভিসির কার্যালয়ের উদ্দেশে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এর সামনে অবস্থান নেওয়া ঢাবি শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

নুসরাত

×