ছবি: জনকণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান আগেই প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এটি এসএমএস ও অনলাইন দুই মাধ্যমেই দেখতে পাচ্ছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ইউনিটে ২,৯৩৪ আসনের বিপরীতে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
এর আগে, গত বৃহস্পতিবার ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সিট প্ল্যান প্রকাশিত হয়। চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২,৯৩৪টি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সায়মা ইসলাম