ছবি : জনকণ্ঠ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক গেট টুগেদার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত এই আয়োজন একযোগে বেরোবি ক্যাম্পাস এবং ঢাকার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত হয়।
বেরোবি ক্যাম্পাসে গেট টুগেদারের শুরু হয় সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালির মাধ্যমে, যা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন সবাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. নুরনবী মিয়া। সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নুর আলম মিয়া।
গণিত বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী শেখ শাহজাহান মিয়া বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন এতদিন না থাকার কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে ছিলাম। তবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ এবং বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারব বলে আমি আশাবাদী।”
বাংলা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সিরাজুম মুনিরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। অনুরোধ করব, যেন প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়, যাতে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়।”
বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী আল মুরসালিন মুন্না বলেন,বেটোবি এবং ঢাকার জিয়া উদ্যানে একই দিনে দুইটি স্থানে আজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো এক আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয়ে উষ্ণ সম্পর্ক ও সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করেছেন। এই আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সম্প্রীতি ও একতার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ কাজ করব এটাই আমাদের সকলের একত্রিত হওয়ার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
গেট টুগেদারে আল মুরসালিন মুন্না, মো. লুৎফর রহমান, মো. হারুন অর রশিদ, মো. মমিনুল ইসলাম, মো. মাইদুল ইসলাম, মো. সাইফুল্লাহ আল মাহমুদ, মো. জয়নুল আবেদীন, আবু সাঈদ আল সাগরসহ বিভিন্ন ব্যাচের ৫০ জনেরও বেশি সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকাকে স্বাগত জানিয়ে তাদের আনন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
JF