ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

সন্ত্রাসীদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ২৩:০৬, ২৪ জানুয়ারি ২০২৫

সন্ত্রাসীদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ণব কুমার সরকার (২২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অর্ণব খুলনা নগরীর বানরগাতী এলাকার বাসিন্দা চিত্ত রঞ্জন সরকারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অর্ণব শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন। হঠাৎ ১০-১৫টি মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “নিহত অর্ণবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাঁকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

এম.কে.

×