ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রুয়েটে স্নাতক ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্যদের তালিকা প্রকাশ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮:২০, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২১, ২৩ জানুয়ারি ২০২৫

রুয়েটে স্নাতক ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্যদের তালিকা প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় স্থান পেয়েছেন মোট ১৯ হাজার ৯১৫ জন প্রার্থী।

নির্বাচিত প্রার্থীদের জন্য তিনটি আলাদা শিফটের প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা এবং ৩য় শিফটে বিকেল ৩টা থেকে ৪টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আগামী ৮ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।ভর্তি কার্যক্রমের জন্য গত ৪ জানুয়ারি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়।
 

রাজু

×