ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করেছে হল কর্তৃপক্ষ। এদের মধ্যে একজন হলের আবাসিক শিক্ষার্থী এবং অপরজন বহিরাগত। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং বহিরাগতকে পুলিশি হেফাজতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। হলের নতুন ব্লকের ৩০৬ নম্বর কক্ষে অবস্থানকারী আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার কক্ষে নিয়মিত একজন বহিরাগত নারী অবস্থান করতেন। ওই কক্ষের অন্যান্য আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন যে তারা দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেছেন। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালে জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি সভার পর হল প্রভোস্ট প্রফেসর ড. জালাল উদ্দীন জানান, শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে বহিরাগত নারীকে পুলিশের কাছে হস্তান্তর এবং আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযুক্ত আবাসিক শিক্ষার্থী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগের সময় আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম। আমি চার মাসের গর্ভবতী এবং অসুস্থতার কারণে আমার বান্ধবীকে আমার সঙ্গে থাকতে দিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমি প্রমাণ চাইলে হল কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়েছে। যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে আমি হল ত্যাগ করব।"
হলের আবাসিক ছাত্রীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড হলের পরিবেশের জন্য ক্ষতিকর।
তাবিব