ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

আরজেপির উদ্যোগে প্রোগ্রামিং শিখছে শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:২৪, ২০ জানুয়ারি ২০২৫

আরজেপির উদ্যোগে প্রোগ্রামিং শিখছে শিক্ষার্থীরা

ছবি: জনকন্ঠ

রাজশাহীতে স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)। এরই ধারাবাহিকতায় 'স্কুলভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা' ও মত বিনিময় সভা করেছে সংগঠনটির সদস্যরা। আজ সোমবার (২০ জানুয়ারি) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

আরজেপি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক প্লাটফর্ম। 

সংগঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল লেভেলের ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের তারা প্রোগ্রামিং শেখাবেন। পর্যায়ক্রমে রাজশাহীর বিভিন্ন স্কুলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। স্কুলের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের স্বপ্ন দেখানোর হাতেখড়ি হওয়ায় তাদের লক্ষ। 


কর্মশালায় উপস্থিত অতিথিরা বলেন, জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্বে টিকে থাকতে হলে কো-কারিকুলাম ও সৃজনশীল কর্মকাণ্ড জরুরি। শুধু আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চর্চার মাধ্যমে প্রোগ্রামিং বা যেকোনো সৃজনশীল কাজে সফল হওয়া সম্ভব।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম, অধ্যক্ষ (নবাগত) লে. কর্নেল নাঈম আবদুল্লাহ, উপাধ্যক্ষ তাসনুভা রুবাইয়াৎ আমিন, কালচারাল কো-অর্ডিনেটর ও লেকচারার নাসরীন সুলতানা , আইসিটি লেকচারার ইসতিয়াক কবীর রাতুল, আরজেপি প্রেসিডেন্ট তারেক আবরার ও আরজেপি পাবলিক রিলেশনস সেক্রেটারি ইশতিয়াক আহমদ আনান। 


আরজেপি’র উদ্যোগে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায় রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে এ প্রোগ্রামিং কর্মশালা। এরই অংশ হিসেবে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে উক্ত আয়োজন সম্পন্ন হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত কুইজের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য 'আরজেপি হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায়' অংশগ্রহণ করবে।

তাবিব

×