সংগৃহীত ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাত দশটায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব ঘুরে এসে ঢাকা কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা 'কোটা না মেধা' শ্লোগানে পুনরায় কাঁপিয়ে তুলেন রাজপথ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কোটার ব্যবহার ছিল। জুলাই অভ্যুত্থান হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে, তাহলে সেটা কোথায় থাকলো। ৭০ এর অধিক নম্বর পেয়েও চান্স হয়নি আবার ৪০ পেয়েও নেয়া হয়েছে।
তারা বলছেন, প্রকাশিত ফলাফলে অসঙ্গতভাবে কোটাকে ফিরিয়ে আনা হয়েছে। আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়েছি। অন্তবর্তী সরকারের কাছে আবেদন যাদের কোটায় চান্স হয়েছে সেটা বাতিল করে মেধার ভিত্তিতে চান্স দিতে হবে।
জুলাইয়ে কোটার বিরুদ্ধে রক্ত দিয়ে এখন কোটার বিরুদ্ধে আন্দোলন করা লজ্জাজনক জানিয়ে তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা কোন কোটাই বাংলাদেশে থাকবে না।
JF