ছবি: প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এই আয়োজন করে।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন: কুন্ডল, হুমায়রা আদিবা, আজমা আনাবিয়া, আয়েশা সাদিকা নাবা, সাবিহা মুফিরাত সামিয়া, ওয়ারিশা আজরা, রুকাইয়া ইসলাম শিপো, রাইসা, এবং হামিদা মিশু। তাঁরা সকলেই ষষ্ঠ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনে যে অসংখ্য ভালো কাজ করেছেন, তার মধ্যে শিশুদের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর জন্মবার্ষিকীতে রাবি ছাত্রদলের এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও সৃষ্টিশীল আয়োজনের প্রত্যাশা রাখি।"
জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, "আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা ভিন্নধর্মী একটি আয়োজন করেছি। অংশগ্রহণকারী শিশুরা দারুণভাবে চিত্রাঙ্কন করেছে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আমরা আশাবাদী। এই আয়োজনের মাধ্যমে শিশুরা শহীদ জিয়াউর রহমানকে আরও ভালোভাবে জানতে পারবে।"
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার মো. রাশেদ আলী। বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মতিন, অধ্যাপক জিএম শফি, এবং অধ্যাপক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, মেহেদী হাসান, শাকিলুর রহমান সোহাগ, মারুফ হোসেন, এবং অন্যান্য নেতাকর্মীরা।
এম.কে.