ছবি- সংগৃহীত
ইতালির বিখ্যাত বোলোগনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৫।
ইতালির বোলোগনা রাজ্যে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ১০৮০ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির অধীনে ২৬০টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে ৪৮টি পিএইচডি প্রোগ্রাম, ৫৩টি বিশেষায়িত বিদ্যালয় প্রোগ্রাম এবং ৮৬টি প্রথম ও দ্বিতীয় স্তরের পেশাদার স্নাতকোত্তর প্রোগ্রাম।
সুযোগ-সুবিধা—
স্নাতকের সময়সীমা ৪ বছর এবং স্নাতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। স্কলারশিপে অর্থায়ন করবে ইতালি সরকার।
*উপবৃত্তি হিসেবে মোট ৬ হাজার ৫০০ ইউরো প্রদান করবে;
*টিউশন ফি মওকুফ করা হবে;
*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা—
*প্রথম বা একক সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য স্যাট পরীক্ষার সনদ, দ্বিতীয় সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য জিআরই সনদ লাগবে। তবে আইইএলটিএসের দরকার নেই;
*আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে;
*স্নাতকের প্রোগ্রামের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে;
আবেদনপদ্ধতি—
আগ্রহী প্রার্থীরা নীচের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন;
https://www.unibo.it/en/study/study-grants-and-subsidies/international-talents-unibo-scholarships-for-international-students/international-talents-scholarships-for-international-students-a-y-2025-26
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মে ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিংকে প্রবেশ করুন।
https://www.unibo.it/en/study/study-grants-and-subsidies/international-talents-unibo-scholarships-for-international-students/international-talents-scholarships-for-international-students-a-y-2025-26
শিহাব