ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মধ্যরাতে উত্তাল ঢাবি

‘লাল সন্ত্রাস’ পোস্ট নিয়ে ঢাবিতে বিক্ষোভ: মেঘমল্লার বসুর গ্রেফতারের দাবি

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৬:১১, ১৮ জানুয়ারি ২০২৫

‘লাল সন্ত্রাস’ পোস্ট নিয়ে ঢাবিতে বিক্ষোভ: মেঘমল্লার বসুর গ্রেফতারের দাবি

ছবি : সংগৃহীত

লাল সন্ত্রাসের ঘোষণা দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে বারোটায় হল পাড়া থেকে শুরু হওয়া মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ ও তা মুছে ফেলে।

এ সময় সমন্বয়ক মাহিন সরকার বলেন, “লাল সন্ত্রাসী অপতৎপরতার মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এর মাধ্যমে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। গত ১৫ বছর বাম সংগঠনগুলো আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। এখন তারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “তাদের এই অপতৎপরতা রুখে দেওয়া হবে।”

ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “১৯৯২ সাল থেকে বারবার লাল সন্ত্রাসের নামে সহিংসতা চালিয়ে ডাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করা হয়েছে। এবারও একই ষড়যন্ত্র করা হচ্ছে। এ ধরনের সহিংস ঘোষণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “মেঘমল্লার বসুর নেতৃত্বে পরশুর হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই।”

আরেক শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, “এনসিটিবিতে হামলার পর কিছু গোষ্ঠী প্রকৃত অপরাধীদের আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। এরা আবার লাল সন্ত্রাসের প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, যা জঙ্গিবাদের সামিল। দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত।”

এ সময় শিক্ষার্থীরা লাল সন্ত্রাসের অভিযোগে মেঘমল্লার বসুকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মো. মহিউদ্দিন

×