ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জবিতে খালি আসনে ভর্তি বিজ্ঞপ্তি 

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ২২:৩৬, ১৫ জানুয়ারি ২০২৫

জবিতে খালি আসনে ভর্তি বিজ্ঞপ্তি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এ বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে আসন খালি থাকা সাপেক্ষে কিছু শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হবে। 

তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি হতে আগ্রহী তারা ১৪ জানুয়ারি তারিখ দুপুর ১২টা থেকে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত  সংশ্লিষ্ট লিংকে তথ্য ছক পূরণ করে "Submit" বাটনে ক্লিক করতে হবে। আগ্রহীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য মনোনীত করা হবে।

সংশ্লিষ্ট লিংক: https://jnuadmission.com/preliminary/gst_chk

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট: www.jnu.ac.bd ও https://gstadmission.ac.bd

আশিক

×