ছবিঃ জনকণ্ঠ
জুলাই আন্দোলনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছাত্রদের ছাত্রত্ব বাতিল ও তাদের পক্ষে থাকা শিক্ষকদের বিচার,অবৈধ নিয়োগ বাতিল ও পরীক্ষার খাতায় নামের বদলে কোডিং পদ্ধতি চালুসহ ৯ দফা দাবিতে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।আজ বুধবার বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি শুরু হয় এবং ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের 'এডমিন যদি ছাত্র চালায়, শিক্ষক কেন বেতন পায়?', 'আমার ভাইয়ের জীবন নাই,শিক্ষকের হুশ নাই', ' 'আমার ভাই মরলো কেন?, 'দালালের ঠিকানা, রুয়েটে হবে না', 'ফ্যাসিস্টের কুলাঙ্গার, হুশিয়ার সাবধান' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশীট দ্রুত প্রকাশ করতে হবে এবং খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে; শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করা এবং ৩-৪ দিন ক্লাস নিয়ে পুরো সেমিস্টারের উপস্থিতি গণনা করা যাবে না। যদি শিক্ষকের ব্যস্ততা/অনুপস্থিতির কারণে কোনো ক্লাস মিস যায়, তবে সেক্ষেত্রে সকল শিক্ষার্থীকে ঐদিনের এটেন্ডেন্স দিতে হবে এবং কোনোদিন এক্সট্রা ক্লাস নিলে, তা ১টা ক্লাসের এটেন্ডেন্স হিসাবে কাউন্ট করতে হবে; প্রতি মাসে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে, যা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে। এছাড়াও প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিয়ে প্রতি মাসে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করতে হবে।
এছাড়াও অন্য দাবিগুলো হলো- হজোর মোড়ের ঘটনায় দ্রুত চার্জশিট প্রদান। অতিদ্রুত সেই মামলার বাকি কার্যক্রম শুরু করতে হবে এবং রুয়েট ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে; ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য করার দায়ে মো. গোলাম মোস্তাকিম ও সিভিল অনুষদের ডিন মো. কামরুজ্জামান রিপনসহ অভিযুক্ত সকল শিক্ষকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে; শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি সদাচরণ করতে হবে এবং শিক্ষকদের কার্যক্রমের মূল্যায়ন ও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে; অনতিবিলম্বে পূর্বে জমাকৃত ১২ দফার বাস্তবায়ন করতে হবে।
আন্দোলনরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, 'রুয়েটের বেশ কয়েকজন শিক্ষক রয়েছে যাদের মতের বিরুদ্ধে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেন। ফলে শিক্ষার্থীরা মানসিক সমস্যা ভোগেন। গত কয়েক বছরে রুয়েটের অন্তত ৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাই আমরা চাইনা এমন শিক্ষকেরা আর চাকরিতে বহাল থাকুক এবং নতুন কোনো শিক্ষার্থী মানসিক সমস্যায় পড়ুক।'
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে সেটি আজকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজোর মোড়ে স্থানীয়দের হামলায় রুয়েটের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া গত ১০ জানুয়ারি রাতে নগরের একটি ছাত্রাবাস থেকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।
এরপর বিকেল সোয়া চারটার দিকে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।এসময় বিভিন্ন বিভাগের অন্তত ২ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
জাফরান