ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো জনপ্রিয় দেশটি

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৯, ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো জনপ্রিয় দেশটি

দুঃসংবাদ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। কিরগিস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর কুরিয়ারের কাজ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলেছে, যেসব শিক্ষার্থী পড়াশোনার জন্য বিশকেকে এসেছে তাদের শুধুমাত্র এতেই মনযোগ দেওয়া উচিত। স্থানীয় সংবাদমাধ্যম কুরসিভ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ বলেছেন, “রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশি পড়াশোনার জন্য এসেছে তাদের কুরিয়ার হিসেবে কাজ করা উচিত নয়। আমরা তাদের জরিমানা করেছি, কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করা হয়েছে। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যারা এখানে পড়াশোনার জন্য এসেছে তাদের পড়াশোনায় মনযোগ দেওয়া উচিত।”

শিহাব

×