ছবি: সংগৃহিত।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাকি ২২টি ছাত্র সংগঠনের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।
ছাত্রদলসহ ২২টি ছাত্র সংগঠন শিবিরের অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই নির্বাচনে শিবিরের অংশগ্রহণের পক্ষে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ, খসড়া এবং ভোটার তালিকা প্রকাশ করেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবি আরও জোরালো হয়। অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, এবং অনশন কর্মসূচির মাধ্যমে জাকসু পুনরায় চালুর দাবি তোলে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। সে হিসাবে দীর্ঘ ৩৩ বছর পর অচল জাকসু আবার সচল হতে যাচ্ছে।
জাকসু নির্বাচনের তফসিল আগামী ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া, নির্বাচনী প্রক্রিয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উত্তেজনা ও প্রত্যাশা চরমে।
সূত্র: https://youtu.be/m3aLuIA2Pic?si=3nK58ZjKroBwn-vu
সায়মা ইসলাম