ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা হল অভ্যন্তরে শেখ রাসেল গার্ডেনের নাম পরিবর্তন চেয়ে প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শেখ রাসেল গার্ডেনের নামকরণ করা হয়েছিল বিগত রাজনৈতিক পরিস্থিতিতে। যা বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আর প্রাসঙ্গিক নয়। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের পথিকৃৎ বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তারা উদ্যানের নাম "বিজয় স্মৃতিস্তম্ভ ও পুষ্পোদ্যান" হিসেবে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে, শেখ রাসেল গার্ডেনের অংশবিশেষ "জুলাই কুঞ্জ" নামে পুনঃনামকরণের দাবি তোলেন তারা।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই, বিজয় একাত্তর হলগেটে ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিরোধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং হলের শিক্ষার্থীদের ইতিহাসে অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষার্থীরা প্রস্তাবিত স্মৃতিস্তম্ভে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাসকে একত্রে ধারণ করার আহ্বান জানিয়েছেন।
নতুন নামকরণের মাধ্যমে উদ্যানটি শুধু শৈল্পিক দৃষ্টিতে নয়, বরং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান হয়ে উঠবে বলে শিক্ষার্থীরা আশাবাদী। স্মৃতিস্তম্ভ এবং উদ্যানের যৌথ নাম “বিজয় স্মৃতিস্তম্ভ ও পুষ্পোদ্যান” প্রস্তাব করা হয়েছে, যা বাংলাদেশের গৌরবময় ইতিহাসের প্রতীক হিসেবে কাজ করবে বলে মনে করেন শিক্ষার্থীরা ।
আশিক