ছবিঃ সংগৃহীত
পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পরিভ্রমণের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ঐতিহ্যবাহী এই ইউনিটের ১১জন রোভার এতে অংশগ্রহণ করবেন। এ যাত্রায় তারা ১৫০ কিলোমিটার হাঁটবেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রোভার স্কাউটস দলের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
পাঁচ দিনব্যাপী (১৫-১৯ জানুয়ারি) এই পরিভ্রমণে রোভার স্কাউটস দলের সদস্যরা চট্টগ্রাম, গাছবাড়িয়া, লোহাগড়া, চকরিয়া, ইদগাহ ও কক্সবাজার এলাকায় পায়ে হেঁটে চলবেন এবং তাদের হাতে থাকবে সমাজ সচেতনতামূলক স্লোগান। এই যাত্রা ১৯ জানুয়ারি কক্সবাজার ডিসি অফিসে গিয়ে শেষ হবে।
রোভার স্কাউটসের এই অভিজ্ঞান, দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং স্কাউটিংয়ের প্রতি তাদের একাগ্রতা ও উৎসাহের প্রমাণ হিসেবে বিশেষভাবে চিহ্নিত হবে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে তৎকালীন জগন্নাথ কলেজে বাংলাদেশ স্কাউটস এর রোভার শাখার সর্বপ্রথম যাত্রা শুরু হয়। তখন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নশীল কার্যক্রমে রোভার স্কাউট গ্রুপ অবদান রেখে চলেছে। সেই সাথে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জাফরান