ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৩ জানুয়ারি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং প্রস্তাবনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
সংগঠনটি তাদের প্রস্তাবনায় ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে উপাচার্যের ক্ষমতা সীমিত করার দাবি জানায়। তারা বলেন, "বর্তমান গঠনতন্ত্রে উপাচার্যের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এগুলো হ্রাস করে পদটিকে আলঙ্করিক করা হোক।"
এছাড়া, নতুন পদ সৃষ্টির প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেমন ‘নারী ও সমতাবিষয়ক সম্পাদক’ ও ‘ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক’। পাশাপাশি, পুরোনো কিছু পদ একীভূত করে "সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক" এবং "পাঠাগার, পাঠকক্ষ ও কমনরুমবিষয়ক সম্পাদক" নামে নতুন পদ চালুর প্রস্তাব করা হয়েছে।
এদিকে, গেস্টরুম কালচার ও র্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঢাবি শিক্ষার্থীরা একই দিন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা বলেন, “র্যাগিংয়ের নামে ফ্যাসিজম আর মেনে নেওয়া হবে না। ডাকসু নির্বাচনের বিলম্ব অগ্রহণযোগ্য।”
তারা আরও বলেন, “ডাকসু নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অতিরিক্ত সময় চায়, তবে এর যৌক্তিক কারণ দর্শাতে হবে।”
ছাত্রশিবির তাদের প্রস্তাবে ডাকসুর মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তারা আরও বলেছে, "আগে ডাকসুর মেয়াদ শেষ হলে ৯০ দিন সময় পাওয়া যেত। এটি সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক।"