ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

আল-কুরআন পোড়ানোর ঘটনায় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪৩, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৫, ১২ জানুয়ারি ২০২৫

আল-কুরআন পোড়ানোর ঘটনায় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি আবাসিক হলে গভীর রাতে কোরআন শরীফের কিছু অংশ পুড়িয়ে রেখে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় একটি হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো এঁকে দিয়ে গেছে তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র ফেডারেশন তীব্র  প্রতিবাদ জানিয়েছে।

আজ (১২ জানুয়ারি) সন্ধ্যায় শাখা ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন ও শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, 'মুসলিম প্রধান দেশে কুরআন অবমাননা কোন ক্রমেই মেনে নেওয়া হবে না। যে উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে এ বিশ্ববিদ্যালয়েই প্রতিহত করা হবে। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।'

অন্যদিকে ছাত্র ফেডারেশনের বিজ্ঞপ্তিতে শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক রোহান জামান ও সদস্য সচিব ওয়াজেদ শিশির অভি এক যৌথ বিবৃতিতে জানান, 'বিশ্ববিদ্যালয় ও দেশের অভ্যন্তরীণ সম্প্রতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য একদল চক্রান্তকারী গোষ্ঠী এ ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন পুড়িয়ে হিন্দু, মুসলিম সম্প্রতি বিনষ্ট করে বিশ্ববিদ্যালয় এবং দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতার দিকে নিয়ে যাওয়ার পায়তারা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।'

বিজ্ঞপ্তিতে তারা আরও জানান, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সম্প্রতি বিনষ্ট করার সাজানো ফাঁদ। ফলে, শিক্ষার্থীদের এ ফাঁদে পা না দিয়ে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্তকে রুখে দিতে হবে।

লুবনা শারমিন/মো. মহিউদ্দিন

×