অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সংস্কৃত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এর আগে, অধ্যাপক ড. সঞ্চিতা গুহকে চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে আসছিলো বিভাগটির শিক্ষার্থীরা। তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মিসেস গুহের ৫ জানুয়ারি এই দায়িত্ব গ্রহণের কথা ছিল। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এর আগে, ছিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আশিক