ছবি - জনকণ্ঠ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে মো: আতিয়ার রহমান, পিএইচডি, ডিন, ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ করা হলো।
গত ৫ আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর , প্রো ভিসির ও রেজিস্টারের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ উঠে যার ফলে তাদের পদত্যাগ করার জন্য সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমিতি আল্টিমেটাম দেয়ায় তারা ১৮ আগস্ট পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রাবিপ্রবি’র সূত্রে জানা গেছে, বিগত প্রায় ৫ মাস ধরে রাবিপ্রবি অভিভাবকহীন ছিলো। সকল প্রকার একাডেমিক কার্যক্রমে স্থবিরতার পাশাপাশি চরমভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিলো। এই বিষয়ে গত ১৭ ডিসেম্বর তারিখে রাঙ্গামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। চলতি মাসের ৬ই জানুয়ারি রাবিপ্রবির শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।
মনিষা মিম