ছবি: জনকন্ঠ
দুই বছর পর নতুন ট্রেজারার পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেট কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমি প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি, মহামান্য প্রধান উপদেষ্টা এবং সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে যারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন। সর্বোপরি জুলাই বিপ্লবের সকল ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি মনে করি আমার ওপর অর্পিত দায়িত্ব টুকু সততা ও নিষ্ঠার সাথে পালন করলে, নিজের অবস্থান থেকে নিজ প্রতিষ্ঠানে অবদান রাখতে পারলে, সামান্য হলেও রাষ্ট্র বিনির্মাণেও অবদান রাখতে পারব। আমার দায়িত্বই হলো যে যে খাতে বরাদ্দকৃত অর্থ সে সে খাতেই যেন সুষ্ঠভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়ার দরখাস্ত রইলো।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির কে ৪ বছরের জন্য হাবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
JF