ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

পাঠ্যবইয়ে হাসিনা বাদ, যুক্ত হচ্ছে আবু সাঈদের গল্প

none

প্রকাশিত: ১১:২২, ১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪৯, ২ জানুয়ারি ২০২৫

পাঠ্যবইয়ে হাসিনা বাদ, যুক্ত হচ্ছে আবু সাঈদের গল্প

ছবি: সংগৃহীত

বিতর্কিত শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন পরিমার্জিত শিক্ষাক্রমে যুক্ত হতে যাচ্ছে ২০২২ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও, আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের নামে একটি নতুন গল্প অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষাবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি সরিয়ে এখন যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি এবং গ্রাফিতি।

২০২২ সালে প্রণীত বিতর্কিত শিক্ষাক্রমটি নানা আলোচনা-সমালোচনা এবং শিক্ষক ও অভিভাবকদের বিরোধিতা সত্ত্বেও কার্যকর করা হয়েছিল। কিন্তু, দেশের অনেক শিক্ষাবিদ এবং শিক্ষক এই শিক্ষাক্রমকে গ্রহণ করতে পারছিলেন না। সাবেক আওয়ামী লীগ সরকারের সময়েই এটি বাস্তবায়ন শুরু হয়েছিল। এবার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষাক্রমে পরিমার্জনের উদ্যোগ নিয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, নতুন পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান সারাবাংলাকে বলেন, “পরিমার্জিত পাঠ্যবইয়ে জুলাই মাসের গণঅভ্যুত্থানের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া, পরিমার্জিত পাঠ্যবইয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের তথ্য যুক্ত হচ্ছে। সেই সঙ্গে বইয়ের পেছনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ ছবি ও উদ্ধৃতি বাদ যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলে মতামত দিয়েছেন। এখন এ নিয়ে কাজ চলছে।”

এছাড়া, কিছু শিক্ষাবিদ মনে করছেন যে, শিক্ষাক্রমে এই ধরনের পরিবর্তন শিক্ষার্থীদের ইতিহাসের প্রতি আরও গভীর আগ্রহ সৃষ্টি করবে এবং দেশের আন্দোলনমূলক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২৪ এর অভ্যুত্থানের ঘটনা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। তবে, কেউ কেউ আবার এই পরিবর্তনগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন এবং এর ফলে শিক্ষাব্যবস্থায় আরও বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন।

×