ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছাত্রীদের মাগরিবের আজান হওয়ার সাথেই হলে প্রবেশ বাধ্যতামূলক করলো ইবি

প্রকাশিত: ১০:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪

ছাত্রীদের মাগরিবের আজান হওয়ার সাথেই হলে প্রবেশ বাধ্যতামূলক করলো ইবি

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করেছে হল প্রভোস্ট কাউন্সিল। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ছাত্রদের রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে হলে প্রবেশ বাধ্যতামূলক।

রোববার (২২ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪০তম প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রদের রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের মাগরিবের আজানের ১৫ মিনিটের মধ্যে হলে প্রবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ হলের বাইরে অন্য কোনো হলে অবস্থান নিষিদ্ধ।

এছাড়া শীতকালীন ছুটির সময় হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত প্রহরী নিয়োগ এবং হল ফান্ডে বকেয়া ভর্তুকি দ্রুত জমা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

তবে শীতকালীন ছুটিতে হলে থাকা শিক্ষার্থীদের জন্য ডাইনিং খোলা রাখার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ডাইনিং ম্যানেজাররা অপারগতা প্রকাশ করায় এ বিষয়ে রাতেই জরুরি মিটিং ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে শাস্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে। এর মধ্যে ৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, আর্থিক জরিমানা এবং আবাসিকতা বাতিলের শাস্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, হামলা, হুমকি, র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধের জন্য এ শাস্তি দেওয়া হয়েছে। স্থায়ী বহিষ্কৃতদের মধ্যে ৬ জনই ছাত্রলীগের নেতাকর্মী।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানিয়েছেন, শাস্তি রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অপরাধ করলে দল-মত নির্বিশেষে শাস্তি দেওয়া হবে।

নাহিদা

×