ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৪:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২)নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ ডিসেম্বর) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ আদেশ দেন।

 

আসামিরা হলেন– মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন (২০), মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী (১৯)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ম খান,‘বুয়েট শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের আবেদনের পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, তারা শুধুমাত্র লার্নার লাইসেন্স ধারণ করছিলেন। এ লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি চালানোর বৈধ কোনো সুযোগ নেই।

এ ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট এলাকায়, যখন একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মুহতাসিম মাসুদ মারা যান এবং তার দুই সহপাঠী, মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। তাদের চিকিৎসা চলছে।

মুহতাসিম মাসুদের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মুহতাসিম তার দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করতে আসেন এবং ফেরার পথে পুলিশের তল্লাশিচৌকিতে তাদের মোটরসাইকেল থামানো হয়। এ সময় প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়, যার ফলে মুহতাসিম নিহত হন। পুলিশ প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল উদ্ধার করেছে এবং ডোপ টেস্টে মুবিন আল মামুন ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ এসেছে।

রাসেল

×