ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিদেশে উচ্চশিক্ষা ও আইইএলটিএস

মুনতাসির রাফি

প্রকাশিত: ১৯:০৪, ২১ ডিসেম্বর ২০২৪

বিদেশে উচ্চশিক্ষা ও আইইএলটিএস

দেশের বাইরে উচ্চশিক্ষা কিংবা চাকরি দুই ক্ষেত্রেই ইংরেজিতে নিজের দক্ষতার প্রমাণ দিতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম’কে সংক্ষেপে বলা হয় আইইএলটিএস। তবে সঠিক ধারণা না পাওয়ায় অনেকেই আইইএলটিএসে ভালো স্কোর করতে পারেন না। ঘরে বসে বিনামূল্যে আইইএলটিএসের প্রস্তুতি নিতে অনেকেই ইউটিউব দেখেন। এছাড়া মজার ছলে আইইএলটিএস প্রস্তুতির জন্য ‘বাংলায় আইইএলটিএস’ ইউটিউব চ্যানেলটিও জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। ২০২১ সালে ইউটিউব চ্যানেলটির মাধ্যমে উচ্চশিক্ষার আগ্রহীদের আইইএলটিএস নিয়ে পড়াতেন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রাশেদ হোসেন।
আইইএলটিএসের প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাশেদ হোসেন। কোন ভাবনা থেকে বাংলায় আইএলটিএসের যাত্রা শুরু জানতে চাইলে রাশেদ বলেন, আইইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে আগে আমি জিম্যাট দিয়েছিলাম। তখন দেখলাম জিম্যাটের মতো আইইএলটিএসের জন্য ক্যামব্রিজের অফিসিয়াল গাইড আছে। তবে নিজের আইইলটিএসের প্রস্তুতির সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে গেলাম দেখলাম কেউ ক্যামব্রিজের বই পড়ায় না। অথচ আইইএলটিএসের প্রশ্নের ধরণ কেমন হবে সেটার বিস্তারিত ওখানেই আছে। বিশ্ববিদ্যালয়ের থাকা অবস্থায় আমার কাছে অনেকেই আইইএলটিএস জন্য পড়তেন জুমের মাধ্যমে। তারাই আমাকে উৎসাহ দেন ইউটিউব চ্যানেল খোলার। আইইএলটিএসের প্রস্তুতির জন্য ক্যামব্রিজের বই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাংলায় যেহেতু ক্যামব্রিজের বই নিয়ে সেভাবে কাজ হয়নি। অন্যদিকে সবার সময় সুযোগ মিলিয়ে কিন্তু কোচিং করা সম্ভব না। তাই সবার কথা ভেবেই আইইএলটিএস সহজ করার জন্য ‘বাংলায় আইএলটিএস’ ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়।   
ইংরেজি ভীতির কারণে বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলেও আইইএলটিএস বাধা হয়ে দাঁড়ায় অনেক শিক্ষার্থীদের জন্য। অনেকের তাই প্রশ্ন থাকে আইইএলটিএস ছাড়া দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব কিনা। এই বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন, কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের মিডিয়াম অব ইন্সটাকশন (এমওআই) দিয়ে ভর্তি নেয়। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস লাগবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোর ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়া পড়াশোনা সম্ভব না। আমি সব শিক্ষার্থীদের পরামর্শ দেই আইইএলটিএস দিয়ে যেতে। দেশের বাইরে গিয়ে আপনি যদি ঠিকভাবে ইংরেজিতে পড়াশোনা না পারেন কিংবা যোগাযোগ করতে না পারেন তাহলে বেশ সমস্যা হবে। এমনকি আইইএলটিএস না দিয়ে গেলে দেশের বাইরে গিয়ে ইংরেজিতে একটা কোর্স করতে হবে যেটা করতে প্রায় তিন লাখ টাকা চলে যায়। তাই দেশে থেকেই আইএলটিএস দেওয়া বুদ্ধিমানের কাজ।
আইইএলটিএসের প্রস্তুতি
আইইএলটিএসের প্রস্তুতি শুরু করতে গিয়ে অনেক অনেকেই বিপাকে পড়েন। বেশিরভাগ শিক্ষার্থী বলেন বুঝতে পারছেন না। সেক্ষেত্রে কী করণীয় জানতে চাইলে রাশেদ বলেন, ক্যামব্রিজের  ১ থেকে ১৮টি বই আছে আইইএলটিএসের জন্য। এই বইগুলো থেকে বিগত কয়েকবছরের আইইএলটিএসের পরীক্ষার প্রশ্ন থাকে। বইগুলো থেকে বিস্তারিত ধারণা পাওয়া যায় আইইএলটিএসের প্রশ্ন নিয়ে। তাই আমি বলি ১০ থেকে ১৮ ক্যামব্রিজের বইয়ের প্রশ্নগুলোর সমাধান করতে হবে প্রস্তুতির সময়ে। ক্যামব্রিজের অন্য একটা বই আছে, সেটা হলো অফিশিয়াল গাইড টু আইইএইলটিএস। ওই বইয়ে আইইএলটিএস সংক্রান্ত খুঁটিনাটি সব বিষয় আছে। আমি এই বইটা সবাইকে পড়তে বলি। এছাড়া আমাদের চ্যানেল তো আছেই।  
উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ
বর্তমান বিশ্বে বিভিন্ন সমস্যা হচ্ছে। কিছু দেশে সহজে চাকরি মিলছে আর কয়েকটি দেশে চলছে আবাসন সংকট। এছাড়াও উচ্চশিক্ষা শেষে সে দেশে থাকার সুবিধা নিয়েও আছে বিভিন্ন সংকট। সব মিলিয়ে একজন শিক্ষার্থী কিভাবে দেশ নির্বাচন করবেন তার উচ্চশিক্ষার জন্য জানতে চাইলে রাশেদ হোসেন বলেন, এটা নির্ভর করবে ব্যক্তি বিশেষে তার সুবিধা অনুযায়ী। আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত।  তাই কম খরচে কোনো দেশে যাওয়া যায় সে বিষয়টা দেখতে হবে। যেমন জার্মানিতে পড়াশোনা ফ্রি ইউরোপের অনেক দেশে পড়াশোনার খরচ কম। এমনকি কানাডা এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের তুলনায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কম এবং স্কলারশিপের সুযোগ আছে। অন্যদিকে চাকরির সুযোগ, নিরাপত্তা, পরিবার নিয়ে যাওয়া এবং আবহাওয়া এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। দেশের বাইরে গিয়ে সামগ্রিকভাবে সে দেশের বিভিন্ন বিষয় আপনাকে দেখতে হবে।

×