ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ভারত ও চীনের শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ২৩:২৩, ১৯ ডিসেম্বর ২০২৪

ভারত ও চীনের শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র!

ছবি: প্রতীকী

ভারত ও চীনের শিক্ষার্থীরা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা (এফ-১) পেতে নজিরবিহীন সংকটের মুখে পড়েছেন। বছরের প্রথম ৯ মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এফ-১ ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এ সময়ে ভারতীয় শিক্ষার্থীদের জন্য ৬৪ হাজার ৮টি এফ-১ ভিসা ইস্যু করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ কম। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫।

কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে ভারতীয় শিক্ষার্থীদের জন্য মাত্র ৬ হাজার ৬৪৬টি ভিসা ইস্যু করা হয়েছিল। এরপর এত কমসংখ্যক ভিসা আর ইস্যু হয়নি।

শুধু ভারত নয়, চীনা শিক্ষার্থীরাও একই সংকটের মুখোমুখি। ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনা শিক্ষার্থীদের ৭৩ হাজার ৭৮১টি ভিসা ইস্যু করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ কম।

এফ-১ ভিসা যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের পূর্ণকালীন পড়াশোনার জন্য নন-অভিবাসী ভিসা হিসেবে পরিচিত।

ওপেন ডোরসের তথ্য অনুসারে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩১ হাজার ভারতীয় শিক্ষার্থী এবং ২ লাখ ৭৭ হাজার চীনা শিক্ষার্থী পড়াশোনা করেছেন। তবে চীনা শিক্ষার্থীদের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১২ হাজার কমেছে।

এম.কে.

×